London ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২০
চট্টগ্রাম ব্যুরো।চট্টগ্রামে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়াছমিন পারভিন তিবরীজি। শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব থেকে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো. মাসুদ রানা সমকালকে জানান, স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপ পরিচালক ও সরকারের উপ সচিব ইয়াসমিন পারভীন তিবরীজি গত ৩ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শুক্রবার পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়। একই সাথে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আবু হোসাইন সিদ্দিক ও সহকারি কমিশনার মাসুদুর রহমানের দ্বিতীয় দফার করোনা রিপোর্টও শুক্রবার পজিটিভ আসে। তারা দুজনই নিজ বাসায় আইসোলেশনে আছেন।
নমুনা জমা দেওয়ার দিন থেকেই নিজ বাসায় আইসোলেশনে আছেন উপ-পরিচালক ইয়াছমিন পারভিন তিবরীজি। সামান্য কাশি ও জ্বর থাকলেও তার শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 |
সম্পাদক ও প্রকাশকঃ সৈয়দ শাহ সেলিম আহমেদ
Associate Editor: Humayra Najib Nodee
Begum24 registered in England and Wales, Company registration Number 12687984. This is the oldest women monthly magazine, is currently online and monthly print limited edition.