London ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২০
বেগম, ঢাকা।বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর শাখার আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছে ‘কোভিড-১৯ : গৃহবন্দি নারী ও কন্যার মানসিক স্বাস্থ্য সমস্যা ও করণীয়’ শীর্ষক এক অনলাইন সচেতনতামূলক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি মাহতাবুননেসা। ঢাকা মহানগর কমিটির আন্দোলন সম্পাদক জুয়েলা জেবুননেসা খান অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন।
ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রেহানা ইউনুস তার স্বাগত বক্তব্যে বলেন, ‘আজ আমরা যে প্লাটফর্ম থেকে অংশ নিচ্ছি, এ প্লাটফর্ম দীর্ঘ ৫০ বছর যাবত নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করে একটি নির্যাতনহীন, গণতান্ত্রিক, মানবিক সমাজগঠনে নারীর সার্বিক শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সুচিন্তিত কর্মসূচির মাধ্যমে আন্দোলন করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘নারীরা শিক্ষিত হচ্ছে, কিন্তু অনিরাপত্তার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। পরিবারের নেতিবাচক দৃষ্টিভঙ্গি নারীকে মানুষ হিসেবে বিবেচনা করছে না। দীর্ঘ লকডাউন, সামাজিক দূরত্ব, স্থান পরিবর্তন, অনিরাপত্তা, দুশ্চিন্তার ফলে মানুষের মধ্যে সামাজিক অস্থিরতা ও মানসিক বিষণ্ণতা সৃষ্টি করেছে। আমি আজ আপনাদেরকে সহমর্মিতার মনের জানালা খুলে দেয়ার আহ্বান জানাচ্ছি।’
বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর, আওতাভুক্ত পাড়া কমিটি থেকে গৃহবন্দি নারী ও কন্যার মানসিক স্বাস্থ্য সমস্যা বিষয়কপ্রাপ্ত প্রশ্নাবলির আলোকে পরামর্শ ও করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেন কাউন্সেলিং সাইকোলজিস্ট নুজহাত ই রহমান।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের সবাইকে সকলের নিকটবর্তী হতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে হবে। নিজের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।’
সচেতনতা বিষয়ক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেমসহ অন্যান্য নেতৃবৃন্দ। ঢাকা মহানগর কার্যকরী কমিটির সংগঠক, পাড়া কমিটির সংগঠক-সদস্যরা।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 |
সম্পাদক ও প্রকাশকঃ সৈয়দ শাহ সেলিম আহমেদ
Associate Editor: Humayra Najib Nodee
Begum24 registered in England and Wales, Company registration Number 12687984. This is the oldest women monthly magazine, is currently online and monthly print limited edition.